উদ্যোগীদের উন্নয়নের উদ্দেশ্যে ন্যাশনাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ এবং এম.এস.এম.ই, ডিএফও দুর্গাপুর ব্রাঞ্চের যৌথ উদ্যোগে আসানসোলে একদিনের ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত হলো, সহযোগিতায় ছিল আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজ ।
উদ্যোগীদের মিনিস্ট্রি অফ এম.এস.এম.ই. ডিএফও দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এন্ড ব্রাঞ্চ ইনচার্জ রাজর্ষি মাজি এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাপস রায়। কে.ভি.আই.সি.র প্রকল্প নিয়ে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে স্পেশাল ট্রেনিং দেন সিনিয়র মার্কেটিং অফিসার পবিত্র সরকার l ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেন ইসিএল এর জেনারেল ম্যানেজার রাজেশ কুমার পান্ডে এবং সেইল, ডি.এস.পি থেকে জেনারেল ম্যানেজার এন. সি পরিদা, সি পাত্র। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে চন্দন কুমার এবং কুন্দল দুবে বিভিন্ন ধরনের লোন এবং ব্যাংকিং সুযোগ-সুবিধা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন ।
সমগ্র প্রোগ্রামটির সভাপতিত্ব করেন ন্যাশনাল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান সমাজ বিজ্ঞানী তাপস কুমার দে মহাশয় । উদ্যোগী সচেতনতার সাথে সাথে প্রি সেলিব্রেশন অফ ওরাল্ড এম.এস.এম.ই. ডে ও পালনও করা হয় । উপস্থিত উদ্যোগীরা প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে জানতে পেরে উপকৃত হয়ে সকলেই পসিটিভ ফিড ব্যাক দেন।
অবশেষে আনন্দময়ী গ্রুপের চেয়ারম্যান ডঃ হৃদয় হালদার-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

