এক গৌরবময় অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস-এর পক্ষ থেকে ড. সুরেশ কুমার আগরওয়ালকে প্রদান করা হল ‘ভগবান মহাবীর শান্তি সম্মান’ (Lord Mahaveer Peace Award)।

ভগবান মহাবীরের আদর্শ—অহিংসা, করুণা, নিরামিষভোজন ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্যই এই সম্মানে ভূষিত হন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা সেতারবাদক অর্থপ্রতিম রায় (রোটারি ক্লাব অফ কাসবার সাংস্কৃতিক উপদেষ্টা), আশীষ বসাক (লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস-এর চার্টার প্রেসিডেন্ট), যোগগুরু চন্দন দাস, শিক্ষাবিদ প্রফেসর ড. টিনি দত্ত, সাংবাদিক পাপড়ি দাস, কবি সঙ্গীতা দাস, সহ সংস্কৃতি, শিক্ষা ও সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

সম্মান গ্রহণ করে ড. আগরওয়াল এই পুরস্কার উৎসর্গ করেন সকলকে, যারা শান্তি, সম্প্রীতি ও সমাজের উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আজকের সমাজে ভগবান মহাবীরের শিক্ষার চিরন্তন গুরুত্বের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি ধন্যবাদ জ্ঞাপন ও করুণা ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানের মাধ্যমে সমাপ্ত হয়।

ড. এস. কে. আগরওয়ালকে ‘ভগবান মহাবীর শান্তি সম্মান’
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *