দক্ষিণ ২৪ পরগনার রাজারহাটে অবস্থিত নলেজ সিটি ক্যাম্পাসে ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘নলেজ সিটি পৌষ মেলা ২০২৬’। শান্তিনিকেতন পৌষ মেলার আদলে গত ১১ বছর ধরে এই ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করে আসছে নলেজ সিটি এডুকেশন হাব।
দূরদর্শী শিক্ষাবিদ ও নলেজ সিটি এডুকেশন হাবের প্রতিষ্ঠাতা ডঃ আব্দুর রবের নেতৃত্বে আয়োজিত এই মেলা বয়স, লিঙ্গ ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। সংস্কৃতি, শিক্ষা ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে এই উৎসব।
১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা এম. নুরুল ইসলাম, ডঃ আব্দুর রবসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
মেলার অন্যতম আকর্ষণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত নলেজ সিটি ক্যাম্পাস জুড়ে বিস্তৃত পাঁচটি সুন্দরভাবে নির্মিত উন্মুক্ত মঞ্চে প্রায় ২৭০টি প্রতিভাবান সাংস্কৃতিক দল পাঁচ দিন ধরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইভ পারফরম্যান্স পরিবেশন করছে।
উল্লেখ্য, ডঃ আব্দুর রব প্রতিষ্ঠিত নলেজ সিটিতে বর্তমানে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়াকুব আলী বি.এড. কলেজ, দিল্লি পাবলিক হাই স্কুল, মমতাজ বেগম ফার্মেসি কলেজ, নার্সিং কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান। এই পৌষ মেলা নলেজ সিটির শিক্ষা ও সংস্কৃতির প্রতি অঙ্গীকারকেই নতুনভাবে তুলে ধরছে।

