কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়ারলেস ইন হোটেলে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের অ্যাডভোকেসি ওয়ার্কশপ — “Addressing Sexual Reproductive Health in Humanitarian Settings”। এই বিশেষ কর্মশালার আয়োজন করে Family Planning Association of India (FPA India), কলকাতা শাখা।
দুপুর ১:৩০ মিনিটে নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী ভাষণ দেন সংস্থার শাখা ব্যবস্থাপক মি. সুপ্রতীপ মজুমদার। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. টিন্নি দত্ত, চেয়ারপার্সন।
মূল বক্তব্য উপস্থাপন করেন রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধি, যেখানে দুর্যোগকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রেক্ষাপট নির্ধারণ করেন এফপিএআই-এর কালচিনি শাখার ব্রাচ ম্যানেজার তুসার চক্রবতী*। ড. অমিত কিটকুলে (SPRINT প্রোগ্রাম ম্যানেজার) অনলাইন পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশননের মাধ্যমে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রজনন স্বাস্থ্য, মানবিক সহায়তা, এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ইন্টার এজেন্সি গ্রুপ (IAG), রেড ক্রস, জেলা পরিবার কল্যাণ আধিকারিক, WHO, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক, লায়ন্স ও রোটারি ক্লাবের প্রতিনিধিগণ। বিশিষ্ট আইনজীবী মনিরুল ইসলাম ডিসাস্টারের সময় এপ পি আই কাজের সূখ্যাতি করেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় দুর্যোগকালে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ পরিষেবার নিশ্চয়তা। সকল অংশগ্রহণকারীদের সক্রিয় মতামতের ভিত্তিতে একটি উন্মুক্ত প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে কর্মশালা শেষ হয়। সভায় প্রায় ৫০ বেশি গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

………………………………………………………………………..
For publication of your creative composition like poem, story, painting, achievement, any article, pl. post here – 9339228087, 6289583507.
For news coverage here or in various newspapers, web & TV Channels, Ph- 9339228087, 6289583507 *Asish Basak* hellokolkata1@gmail.com

