বিশ্বপ্রসিদ্ধ ইতিহাসবিদ, স্বাধীনতা সংগ্রামী, হিন্দি ভাষা অনুরাগী ও জাতীয় ব্যক্তিত্ব ডঃ কাশী প্রসাদ জয়সওয়ালের ১৪৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রামমোহন হলে। ডঃ কাশী প্রসাদ জয়সওয়াল স্মৃতি কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ডঃ কাশী প্রসাদ জয়সওয়াল প্রতিভা সম্মান ২০২৫ প্রদান পর্বও।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অবধেশ সাথ এবং জাতীয় অধ্যায় জয়সওয়াল ক্লাবের মনোজ জয়সওয়াল। দু’জনকেই সম্মানিত করা হয় সমাজসেবা পুরস্কার ২০২৫-এ। কবি, লেখিকা ও বক্তা শ্রীমতি শর্মিষ্ঠা বাগ-এর হাতে তুলে দেওয়া হয় ডঃ কাশী প্রসাদ জয়সওয়াল সাহিত্য সেবা সম্মান ২০২৫

সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য নব সোপান হৃদয়পুর সামাজিক সংস্থাকে প্রদান করা হয় আজীবন সম্মাননা পুরস্কার। প্রতিটি সম্মানিত অতিথিকে শ্রীফল, শাল, তুলসী মালা ও সম্মাননা সনদ দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরবিন্দ সাও (কাশিপুর)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবধেশ সাও, প্রফেসর সঞ্জয় জয়সওয়াল, মালদ্বীপ কনস্যুলেটের রামকৃষ্ণ জয়সওয়াল, প্রধান অতিথি দ্বারকা প্রসাদ জয়সওয়াল, শর্মিষ্ঠা বাগ, রাজ মিথাউলিয়া, রামচন্দ্র জয়সওয়াল এবং নব সোপানের শৌভীক ঘোষ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিত্ব।

সাহিত্য পর্বে কবিতাপাঠ করেন অলোক চৌধুরী, বিকাশ সিং, রামপুকার সিং, কবিতা কোগরি, হীরালাল জয়সওয়াল, ডঃ মনোজ মিশ্র এবং গৌরব কেশরী

মঞ্চ সঞ্চালনা করেন শিব জয়সওয়াল। ধন্যবাদ জ্ঞাপন করেন মিসেস রজনী জয়সওয়াল
অনুষ্ঠানের সার্বিক সফলতায় সক্রিয় ভূমিকা রাখেন বিকাশ জয়সওয়াল (সভাপতি, সহস্ত্র অর্জুন জয়ন্তী), গণেশ প্রসাদ জয়সওয়াল, ময়ুর জয়সওয়াল, গগন কুমার সাও, সুরেশ চন্দ্র গুপ্ত, ভিশান শিখওয়াল, কৃষ্ণ জয়সওয়াল, রাজীব জয়সওয়াল, সুষমা জয়সওয়াল, কাঞ্চন জয়সওয়াল, পূর্ণিমা গুপ্তা, সঙ্গীতা গুপ্তা, অমর জয়সওয়াল, রবীন্দ্র জয়সওয়াল, অখিলেশ জয়সওয়াল, বিনয় সাও, আশিস জয়সওয়াল, নীতেশ জয়সওয়াল, বিশাল জয়সওয়াল, পীযূষ জয়সওয়াল প্রমুখ।

অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে যখন জানা যায় যে সংগঠনের পৃষ্ঠপোষক রতন লাল জয়সওয়াল বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রয়াত হয়েছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় নীরবতা পালন করে কমিটি শ্রদ্ধা নিবেদন করে।

ডঃ কাশী প্রসাদ জয়সওয়ালের ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত –
প্রতিভা সম্মান ২০২৫-এ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *