শীতের কলকাতায় ফের একবার মেধাবী মস্তিস্ক আর সৃজনশীলতার লড়াই। নব্বইয়ের দশকের নস্টালজিয়া আর আগামীর কর্পোরেট দুনিয়ার মেলবন্ধনে সেজে উঠছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। আগামী ৯ এবং ১০ জানুয়ারি নিউ টাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে জেভিয়ার বিজনেস স্কুলের (XBS) বার্ষিক ফ্ল্যাগশিপ উৎসব ‘জাভিয়েস্তা ৪.০’। এবারের থিম— ‘ওয়েলকাম টু দ্য রেট্রোভার্স’।

বিগত বছরগুলোর সাফল্যের ধারা বজায় রেখে এবারের আসরও বেশ জমকালো। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বছরের প্রতিযোগিতায় আইআইএম কলকাতা, আইআইটি খড়গপুর, আইআইএম রাঁচি, আইআইএম রোহতক এবং এনএমআইএমএস মুম্বইয়ের মতো দেশের অন্তত ৬০টি নামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার মূল আকর্ষণ হল ৯টি বিশেষ বিজনেস ইভেন্ট, যেখানে বিচারকের আসনে থাকবেন কর্পোরেট জগতের দিকপালরা। বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে মোট ১ লক্ষ ৬৭ হাজার টাকার নগদ পুরস্কার।

শুধুমাত্র ব্যবসায়িক বুদ্ধি যাচাই নয়, শরীরচর্চা আর বিনোদনের রসদও থাকছে ষোলোআনা। মোট ২৪টি ইভেন্টের মধ্যে থাকছে ৯টি ইনডোর ও আউটডোর স্পোর্টস ইভেন্ট। বর্তমান প্রজন্মের ঝোঁক বুঝে থাকছে ফিফা (FIFA) ই-স্পোর্টস টুর্নামেন্টও। এছাড়াও ৫টি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন পড়ুয়ারা।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেভারেন্ড ফাদার ডক্টর জন ফেলিক্স রাজ এবং বিজনেস স্কুলের ডিন ডক্টর সিতাংশু খাটুয়ার তত্ত্বাবধানে আয়োজিত এই মেগা ইভেন্টের উদ্বোধন হবে ৯ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের সিএমডি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ১০ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভিভোর ডিজিএম (সেলস) ভাস্কর সেনগুপ্ত। ভিভো, এভারেডি ইন্ডাস্ট্রিজ এবং 91.9 Friends FM সংস্থাগুলো এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

সারাদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সন্ধ্যায় থাকছে জমজমাট সংগীতের আসর। ৯ জানুয়ারি মঞ্চ কাঁপাবে কলকাতার জনপ্রিয় লাইভ ব্যান্ড ‘ট্র্যাপ’ (TRAP)। উৎসবের শেষ দিন অর্থাৎ ১০ জানুয়ারি থাকছে ‘বলি সুফি’-র গান এবং সবশেষে ডিজে কোয়েলের পারফরম্যান্স।

সব মিলিয়ে তিলোত্তমার বুকে ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত সবথেকে বড় বিজনেস ফেস্টিভ্যাল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই এখন লক্ষ্য জাভিয়েস্তা টিমের। ‘রেট্রোভার্স’-এর হাত ধরে আটের দশকের নস্টালজিয়া আর ভবিষ্যতের প্রযুক্তি কী ভাবে এক বিন্দুতে মেশে, এখন সেটাই দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *