সামগ্রিক নিরাময় ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রজ্ঞ্যান ফাউন্ডেশন-কে সম্মানিত করল মহা অল ইন্ডিয়া মারোয়ারি ফাউন্ডেশন

গত ২০ বছর ধরে প্রজ্ঞ্যান ফাউন্ডেশন সমাজের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। মানসিক, শারীরিক ও আত্মিক সুস্থতার প্রসারে সংস্থাটির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিকল্প জীবনধারা থেরাপিস্ট এবং প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ডঃ সুরেশ আগরওয়াল জানান, প্রজ্ঞ্যান ভবনে নিয়মিতভাবে সব বয়সের মানুষের জন্য বিনামূল্যে মেডিটেশন থেরাপি ও রেইকি হিলিং সেশন আয়োজন করা হয়।

গত ২৫ ডিসেম্বর জিডি বিড়লা সভাঘরে মহা অল ইন্ডিয়া মারোয়ারি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের সিনিয়র সদস্য পরমেশ্বর লাল সাহ, আর. আর. আগরওয়াল, অ্যাডভোকেট বসু দেব আগরওয়াল এবং ম্যানেজিং ট্রাস্টি চন্দন আগরওয়াল-কে সম্মাননা প্রদান করা হয়।

মঞ্চে উপস্থিত থেকে সাংগঠনিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিষাণ কিল্লা, চেয়ারম্যান অশোক ধানধানিয়া, সভাপতি ভগবতী প্রসাদ কেদিয়া, কার্যকরী সভাপতি রতনলাল আগরওয়াল সহ MAIMF-এর অন্যান্য কর্মকর্তারা প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন।

এই স্বীকৃতি প্রজ্ঞ্যান ফাউন্ডেশনের দীর্ঘদিনের মানবকল্যাণমূলক প্রচেষ্টা ও সামগ্রিক সুস্থতার প্রসারে তাদের অবদানের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সামগ্রিক নিরাময়মূলক কার্যক্রমের জন্য প্রজ্ঞ্যান ফাউন্ডেশনকে সম্মান জানাল মহা অল ইন্ডিয়া মারোয়ারি ফাউন্ডেশন
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *