বসন্ত পঞ্চমীতে ২৫ বছর পূর্ণ করল শ্রী বিহারীজি মন্দির, কলকাতা.
১৬ এবং ১৭ আগস্ট কৃষ্ণ জন্মোৎসবে ভজন করলেন গায়ক কৃষ্ণকান্ত সোনি.
১৭ আগস্ট নন্দোৎসব উদযাপিত হল শ্রীমতী সরিতা কামানীর ভজনে.
শ্রী বিহারীজি মন্দিরের ট্রাস্টি – পবন কুমার সুলতানিয়া জানান যে বাবা সেবক কিশোর এবং মধু সুলতানিয়ার সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
এরপর আরতির পর প্রসাদের আয়োজন করা হয় এবং নাগপুরে বিশেষভাবে তৈরি মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *