বর্ষশেষের অন্তিম পর্বে অশোক আখড়া – এক ব্যায়াম মন্দির–এর উদ্যোগে শনিবার, ২০ ডিসেম্বর, লেকটাউন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল শের-ই-হিন্দুস্থান আয়রন লিফটিং, যোগা ডান্স ও বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। সারাদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের পাঁচটি রাজ্যের ক্রীড়াবিদরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এই চ্যাম্পিয়নশিপটি বডি ক্রাফট অ্যান্ড আয়রন লিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং আর্ম ফাইটিং ফেডারেশন অফ ইন্ডিয়া–র স্বীকৃত, সহযোগিতায় ছিল ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও অসম থেকে আগত শতাধিক প্রতিযোগী বিভিন্ন বিভাগে নিজেদের শক্তি, দক্ষতা ও শৃঙ্খলার পরিচয় দেন।
অনুষ্ঠানের মঞ্চে বিশ্বখেতাবজয়ী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সহ সৌরভ দে, শুকদেব মণ্ডল ও শ্রীমন্ত মণ্ডল–এর হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক দ্রোণাচার্য সম্মান। উপস্থিত বিশিষ্ট অতিথিরা সকল প্রতিযোগীর হাতে প্রদান করেন লৌহ মানব (আয়রন ম্যান) অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমল কাঁড়ার, মিলন ঘোষ, পার্থ চাঁদ, সাংবাদিক গোপাল দেবনাথ, সুকুমার দাস, পৃথা চাঁদ, রতন সাহা, নন্দন দেবনাথ, শ্বেতা দুবে ও গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ।
দলগত বিভাগে ফ্যালকন ফিটনেস জয়ী হয় টিম চ্যাম্পিয়ন খেতাবে, এবং দ্য গোল্ডেন বিস্ট হয় রানার্স-আপ। সৌরভ দাস হন হাইয়েস্ট স্কোরার, অনির্বাণ মল অর্জন করেন স্ট্রং ম্যান উপাধি। এবছরের মর্যাদাপূর্ণ শের-ই-হিন্দুস্থান খেতাব যৌথভাবে জয় করেন শুকদেব মণ্ডল, সৌরভ দাস ও দেব কুণ্ডু। আর্ম ফাইটিং বিভাগে উদয়ন দত্ত লাভ করেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব।
প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অফিসিয়াল টিমের আমিশা রাজ, অনির্বাণ, আয়েশা, সৌজন্য ধর, অমর, মহেশ্বরী ও শীতল।
সমগ্র চ্যাম্পিয়নশিপটির দক্ষ পরিচালনায় ছিলেন বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা ও বডি বিল্ডার অশোকরাজ। সাংবাদিকদের তিনি জানান, চলতি বছরে তাঁদের সংস্থা মোট ১৪টি প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে—জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে। সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাতেই সারা বছরব্যাপী এই ক্রীড়া কর্মকাণ্ড সফল করা সম্ভব হয়েছে।

