গত ২৯ এবং ৩০ শে জুন, ২০২৫নদীয়া জেলার কুটির পাড়া, মাজদিয়াতে উদযাপিত হল নদীয়া হুল দিবস ২০২৫।
পরিচালনায় ছিল দিশারী, সহযোগিতায় ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট এবং আনন্দময়ী এডুকেশনাল গ্লোবাল ফাউন্ডেশন। ব্যবস্থাপনায় ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এছাড়াও এই মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শান্তিপুর সেতু এবং কৃষ্ণনগর লায়ন্স ক্লাব।
‘হুল’ শব্দের অর্থ বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ।
হুল বিদ্রোহ, যা সাঁওতাল বিদ্রোহ নামেও পরিচিত, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাঁওতাল সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল। ১৮৫৫ সালের ৩০ শে জুন এই বিদ্রোহ মূলত ব্রিটিশদের শোষণ মূলক ভূমি ব্যবস্থা, জমিদার ও মহাজনদের নিপীড়ন এবং রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে ছিল। এই বিদ্রোহে সিধু ,কানহু, চাঁদ এবং ভৈরব মুর্মু ভাইয়েরা নেতৃত্ব দিয়েছিলেন। ওনাদের আত্মত্যাগ ভারতবাসী সসম্মানে শ্রদ্ধায় স্মরণে রাখুক।


